পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর শপথ আয়োজনের প্রস্তুতি চলছে: জিও নিউজ

পার্লামেন্টে ভোটাভুটিতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে সোমবারই শপথ অনুষ্ঠান হতে পারে।

নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বর্তমানে প্রেসিডেন্টের বাসভবনে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হতে যাচ্ছে। পার্লামেন্ট সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী। এই পদে ইতোমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন বিরোধী নেতা শাহবাজ শরিফ এবং ইমরান খানের দল পিটিআই এর সিনিয়র নেতা শাহ মেহমুদ কোরেশি।

ভোটাভুটি শুরুর আগে পাকিস্তানের পার্লামেন্ট থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্যরা। সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটির কয়েক মিনিট আগে এই সিদ্ধান্তের কথা জানায় দলটি। সোমবার বিকালে পার্লামেন্ট ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।