করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৪

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের (কেইউ) কনফুসিয়াস ইনস্টিটিউটের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই ঘটনায় তিন চীনা নাগরিকসহ অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

সিন্ধুর আইজি মুশতাক আহমেদ মাহার ফোনে মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, আনুমানিক বেলা আড়াইটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

করাচি বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন জন চীনা নাগরিক। তারা হলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সাই। নিহত অন্যজন হলেন ড্রাইভার খালিদ।

আহতদের মধ্যে ওয়াং ইউকিং ও হামিদ নামে দুই জনকে শনাক্ত করা হয়েছে।

টেলিভিশনের ফুটেজে একটি সাদা ভ্যান আগুনে পুড়তে দেখা গেছে। বিস্ফোরণস্থল সংলগ্ন ভবনগুলোর জানালা ভেঙে গেছে।