ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৮ জনের মৃত্যু

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার আগুন লেগে কমপক্ষে ৮০টি ঘর পুড়ে গেছে। মারা গেছেন আটজন। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

কুইজন সিটির একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ  জানা যায়নি।

দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচাইদি ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, 'আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেজন্য আটকে পড়াদের বের করা সম্ভব হয়নি। দগ্ধ হয়ে ছয় শিশু মারা গেছে'।

তবে তাদের বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে বিপুল সংখ্যক লোক বসবাস করে।