সেনা পাহারায় সরকারি বাসা ছাড়লেন শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী

সেনা পাহারায় সরকারি বাসা ‘টেম্পল ট্রিজ’ ছেড়েছেন শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তীব্র বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগের পর মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে যান তিনি। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মাহিন্দা রাজাপাকসে বাসভবন ত্যাগের আগেই মূল ফটক ভেঙে সেখানে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। তারা সেখানে হামলার চেষ্টা করলে পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন সদ্য সাবেক প্রধানমন্ত্রী। পরে মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর সহায়তায় তারা প্রাসাদ ছেড়ে যান।

শ্রীলঙ্কায় ‘টেম্পল ট্রিজ’ নামের ঔপনিবেশিক আমলের এই ভবনটিকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হচ্ছে। সোমবার রাতে মাহিন্দা রাজাপাকসের পৈত্রিক বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের নেতাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। সাবেক মন্ত্রী-এমপিদের বাড়িঘরেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের ঘোষণা বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। তারা মাহিন্দার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছে। চলমান সংঘাতে সোমবার থেকে এ পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯০ জনেরও বেশি মানুষ। নিহতের মধ্যে একজন এমপিও রয়েছেন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে তিনি নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় সোমবারই দেশজুড়ে কারফিউ জারি করা হয়। পরে এর মেয়াদ বুধবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে বিক্ষোভকারীরা রাজাপাকসে, সাবেক মন্ত্রী ও এমপিদের বাড়িতে হামলা চালায়। এ সময় দক্ষিণ শ্রীলঙ্কার হাম্বানটোটায় রাজাপাকসে পরিবারের পৈতৃক বাড়িও আক্রান্ত হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, লোকজনের উল্লাসের মধ্যেই বাড়িগুলো আগুনে ঢেকে গেছে। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছাকাছি এলাকায়ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ভিডিও ফুটেজে সনাথ নিশানথা নামের একজন এমপির বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে।