শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের জান্তা, দাবি গ্রামবাসীর

মিয়ানমারের জান্তা সরকারের সেনারা দেশটির উত্তরাঞ্চলে তিন দিনের এক অভিযানের সময় শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসী। সেনা শাসনের বিরোধীদের গুড়িয়ে দিতে এই অভিযান চালানো হয়।

গত বছরের অভ্যুত্থানের পর থেকে সাগাইং অঞ্চলে ভয়াবহ যুদ্ধ এবং রক্তক্ষয়ী প্রতিশোধ দেখা যাচ্ছে। স্থানীয় ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ) সদস্যরা নিয়মিতভাবে জান্তা সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, অপ্রশিক্ষিত যোদ্ধারা র কার্যকারিতা দিয়ে জান্তা বাহিনীকে বিস্মিত করছে। এছাড়া বেশ কয়েকবারই স্থলবাহিনীকে সহায়তা দিতে বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে জান্ত সরকার।

গ্রামবাসী জানিয়েছেন, গত সপ্তাহে তিন দিনের অভিযানের সময় কিন, আপার কিন এবং কে তং গ্রামের শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে জান্তা সরকারের সেনারা।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, গত ২৬ মে সেনা সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে আগাতে শুরু করলে কিন গ্রামের মানুষ পালাতে শুরু করে। তিনি বলেন, ‘পরদিন সকালে গ্রাম থেকে ধোঁয়া উড়তে দেখি, পরে তারা চলে যায়। দুইশ’র বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে... আমার বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে, কেবল কংক্রিট পড়ে আছে।’

কে তং গ্রামের বাসিন্দা আয়ে তিন বলেন সেনারা অভিযান চালিয়ে আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘আমার জীবন ধ্বংস হয়ে গেছে, বাড়ি হারিয়েছি আর জীবন চালানোর মতো কিছুই নেই।’

সূত্র: এএফপি