আফগানিস্তানে ড্রোন হামলায় ১৮ জঙ্গি নিহত

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবানটিটিপি কমান্ডার সাজনা পাকিস্তানের (টিটিপি) সাজনা গ্রুপের ১৮ জঙ্গি ড্রোন হামলায় নিহত হয়েছেন। সোমবার রাতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশে এ হামলা চালানো হয়। আফগান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। সোমবার নিহত টিটিপি জঙ্গিদের মধ্যে ১৪ জন মেহসুদ উপজাতির এবং চারজন ছিলেন ওয়াজির উপজাতির।
টিটিপি সদস্যরা পাকটিকার বিরমল এলাকায় বৈঠক করছিল। নিরাপত্তা সূত্রের দাবি, বৈঠকে গ্রুপটির নেতা সাজনা উপস্থিত হওয়ার কথা ছিলো। তবে গত বছর ড্রোন হামলায় সাজনার নিহত হওয়ার খবর প্রকাশ হয়েছিলো, যদিও এখনও তার সত্যতা নিশ্চিত করা যায়নি। অবশ্য সাজনা গ্রুপের তরফে ওই সময় তার মৃত্যুর খবর অস্বীকার করা হয়নি।
২০১৩ সালের মে মাসে ওয়ালি-উর-রেহমানের মৃত্যুর পর টিটিপির উপনেতা হন সাজনা। তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছেন। ধারণা করা হয়, করাচির নৌবাহিনীর ঘাঁটিতে হামলার পেছনে সাজনার ভূমিকা রয়েছে। ২০১২ সালে বান্নু কারাগারে হামলা করে ৪০০ সহযোদ্ধাকে মুক্ত করার প্রধান কারিগর হিসেবে পরিচিত তিনি। সূত্র: ডন

/এএ/বিএ/