শ্রীলঙ্কার অর্থনীতি পুরোপুরি ধসে গেছে: প্রধানমন্ত্রী

কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের ঘাটতির কারণে ঋণ জর্জরিত শ্রীলঙ্কার অর্থনীতি ধসে গেছে। লঙ্কান আইনপ্রণেতাদের এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। পার্লামেন্টে তিনি বলেছেন, দেশ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে শুধু ঘাটতির কারণেই। তিনি সতর্ক করে বলেছেন, এই ধস একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

বুধবার রনিল বিক্রমাসিংহে বলেন, আমাদের অর্থনীতি পুরোপুরি ধসে গেছে।

দ্বীপ রাষ্ট্রটির চলমান সংকটকে কয়েক দশকের মধ্যে ভয়াবহ হিসেবে বলা হচ্ছে। তবে বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে নতুন কোনও অগ্রগতির কথা জানাননি লঙ্কান প্রধানমন্ত্রী। তার ভাষণটি মূলত সমালোচনাকারী ও বিরোধী আইনপ্রণেতাদের প্রতি, যাদেরকে তিনি বুঝাতে চাইছেন যে তার দায়িত্ব অনেক কঠিন এবং খুব দ্রুত পরিস্থিতির সমাধান সম্ভব না।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার গ্লোবাল ডেভেলপমেন্ট-এর পলিসি ফেলো ও অর্থনীতিবিদ অনিত মুখার্জী বলেন, তিনি সবার প্রত্যাশাকে খুব কমের মধ্যে রাখতে চাইছেন।

বুধবার পার্লামেন্টে দেওয়া লঙ্কান প্রধানমন্ত্রীর ভাষণকে সম্ভাব্য ঋণদাতাদের প্রতি এক বার্তা প্রেরণ হিসেবেও মনে করা হচ্ছে। মুখার্জী বলেন, কৌশলগত কারণে এত গুরুত্বপূর্ণ একটি দেশকে ধসে যেতে দিতে পারেন না আপনারা।