নেপালে ৬ মাত্রার ভূমিকম্প

নেপালে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১৩ মিনিটে কম্পনটি আঘাত হানে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল খোতাং জেলার মারতিম বিরতা এলাকায়। রাজধানী কাঠমান্ডু থেকে এর দূরত্ব ১৪৭ কিলোমিটার। কম্পনটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

দেশটিতে এর আগে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প হয় ২০১৫ সালে। এতে অন্তত ৯ হাজার মানুষ প্রাণ হারায়। এছাড়া বর্ষা মৌসুমে মাঝেমধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিধসের মতো ঘটনা ঘটে থাকে।