নিলামে কেনা স্যুটকেসে মিললো মানুষের দেহাবশেষ

গুদাম থেকে নিলামে কিনে নেওয়া স্যুটকেসের মধ্যে মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছে নিউ জিল্যান্ডের একটি পরিবার। সাউথ অকল্যান্ডের পরিবারটি স্যুটকেসগুলো নিজেদের বাড়িতে নেওয়ার পর তা খুলে এসব খুঁজে পান। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খুনের তদন্ত শুরু করেছেন এবং এসব দেহাবশেষ শনাক্তের চেষ্টা চলছে।

খুনের ঘটনার সঙ্গে পরিবারটির কোনও সম্পৃক্ততা নেই বলে বিশ্বাস করা হচ্ছে। বোঝাই যাচ্ছে পরিবারটি গত বৃহস্পতিবার গুদাম ঘরে গিয়েছিল এবং লরি ভর্তি করে বিভিন্ন মালামাল কেনে। এসবের মধ্যে স্যুটকেসগুলোও ছিল।

গোয়েন্দা পরিদর্শক তোফিলাউ ফামানুইয়া বলেন, কেনা সম্পদ বাড়িতে নেওয়ার পর বাসিন্দারা এসব জিনিস খুঁজে পান। বেশ কয়েক জন প্রতিবেশিও জানিয়েছেন, পুলিশ পৌঁছানোর আগেই ওই সম্পদগুলো থেকে ‘বিশ্রি গন্ধ’ পাওয়া যাচ্ছিলো।

প্রতিবেশিদের একজনের আগে থেকেই কবরস্থানে কাজ করার অভিজ্ঞতা ছিল। তিনি জানিয়েছে, গন্ধটি তিনি তাৎক্ষণিকভাবেই চিনতে পেরেছিলেন। ওই প্রতিবেশি বাসিন্দাদের কেনা সম্পদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমি সরাসরি বুঝে ফেলেছিলাম আর বুজতে পারছিলাম কোন জায়গা থেকে এটি আসছে।’

আরেক প্রতিবেশি জানান, তার ছেলে ট্রেলার থেকে জিনিসপত্র নামানোর সময়েই সেখানে একটি স্যুটকেস দেখতে পান। পরে পুলিশ ওই স্যুটকেসের আশেপাশে ফরেনসিক তাঁবু স্থাপন করে।

নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ এর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ক্লেনডন পার্কের কাছে অবস্থিত শহরের উপকণ্ঠে অবস্থিত বাড়িটির ড্রাইভওয়েতে রাখা একটি ট্রলি রাখা আছে। সেখানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দেহাবশেষগুলো কাদের তা শনাক্ত করাকেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। এরপরেই মরদেহগুলো কিভাবে ওই স্যুটকেসে পৌঁছেছে তা জানা সম্ভব হবে।

সূত্র: বিবিসি