আফগানিস্তানে বন্যায় প্রায় ১০০ মানুষের মৃত্যু

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু এবং শত শত মানুষ আহত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বাড়ি। সংকট কবলিত দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত দশ দিনে দশটি প্রদেশে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছে।

চরম আবহাওয়া আফগানিস্তানে প্রতিবেশি পাকিস্তানেও বিরামহীন বন্যার কারণ হয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য জুন থেকে বন্যায় সেখানে ৮২০ জনের মৃত্যু এবং তিন লাখ ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। আক্রান্ত হয়েছে ১২৯টি সেতু।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী মওলায়ি সরফুদ্দিন মুসলিম জানিয়েছেন, বন্যা কবলিত অনেক এলাকাতেই জরুরি খাদ্য সরবরাহ পাঠানো হয়েছে। ত্রাণ সংস্থাগুলো জরুরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তা যথেষ্ট নয়।

সরফুদ্দিন মুসলিম বলেন, ‘শিগগিরই শীত আসছে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে নারী ও শিশু রয়েছে কিন্তু তাদের বসবাসের আশ্রয় নেই। তাদের সব কৃষি খামার ও বাগান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বা তাদের ফসল নষ্ট হয়ে গেছে’। তিনি বলেন, ‘যদি এই মানুষদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করা না হয় তাহলে সামনের সপ্তাহ এবং মাসগুলোতে অবশ্যই তাদের অবস্থা আরও খারাপ হবে’।

গত কয়েক মাসে আফগানিস্তানে একাধিক প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে। জুনে এক ভূমিকম্পে দেশটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্র: সিএনএন