আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিজ দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহয্যের আবেদন করেছেন শাহবাজ।

গত জুন থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ এশিয়ার পাকিস্তানে। গত কয়েক দশকের মধ্যে দেশটিতে এত বৃষ্টিপাত হয়নি, ফলে সিন্ধু, বেলুচিস্তানসহ বেশ কিছু অঞ্চল ভাসছে পানিতে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য সংকট। বিপর্যস্ত জনজীবন। চলতি বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশ্রয়হীন হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।

এই পরিস্থিতিতে শুক্রবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করে পাকিস্তানের বন্যা সম্পর্কে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে শেষে টুইট বার্তায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি, সমবেদনা এবং পাশে থাকার অঙ্গীকারে তাদের প্রতি কৃতজ্ঞ। একসঙ্গে আরও ভালোভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবো।

মূলত দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সরফরাজ বলেন, গত মাসে বৃষ্টিপাত গড়ের চেয়ে প্রায় ২০০ শতাংশ বেশি। এ অবস্থায় পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১ লাখ ৭০ হাজার  ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫০টি সেতু ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।

সূত্র: ডয়চে ভেলে