১৫ মাসে মিয়ানমারের দেড় হাজার সেনা নিহত

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে ২০২১ সালের মে থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার সেনা সদস্য নিহত হয়েছেন। এই ১৫ মাসে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দেড় শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা।

গত বছরের মে থেকে এই অঞ্চলে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই তীব্র গোলাগুলি, বিমান ও কামান হামলার খবর পাওয়া যাচ্ছে। অঞ্চলটিতে ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), কারেন আর্মি (কেএ) সহ আরও কয়েকটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

আরও পড়ুন: মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে ফের সহিংসতা

প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি, কায়াহ রাজ্যের বেসামরিক নাগরিক এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোকে টার্গেট করে হামলা চালানো মিয়ানমার সরকার।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় কায়াহ থেকে ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রাজ্যের প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়ায় খাদ্য সংকটে রয়েছে সেখানে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। গৃহবন্দি করা হয় সু চিসহ বহু রাজনীতিকদের। সামরিক সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে দেশজুড়ে আন্দোলন গড়ে তুলেছে নানা শ্রেণি-পেশার মানুষ। ক্ষমতা গ্রহণের পর নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ।