উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে তাইওয়ানের শাসক দল: চীন

তাইওয়ানের শাসক দলের বিরুদ্ধে এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর চেষ্টার অভিযোগ করেছে চীন। তাইওয়ানের সেনাবাহিনী নিজেদের আকাশসীমার কাছে প্রবেশ করা চীনের একটি বেসামরিক ড্রোন ভূপাতিত করার পর এমন অভিযোগ করেছে বেইজিং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির উত্তেজনা বাড়ানো যে প্রয়াস নিয়েছে তার কোনও মানে হয় না।

এর আগে নিজেদের আকাশসীমার কাছে চীনা ড্রোন ভূপাতিত করাকে উপযুক্ত জবাব বলে মন্তব্য করেন তাইওয়ানের প্রধানমন্ত্রী সু-সেং চ্যাং। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তাইওয়ানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক সংকেত পাঠানোর পর গুলি করা হয় ড্রোনটিকে। তার ভাষায়, ‘তাইওয়ান দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোনটিকে সরে যেতে সতর্ক দেওয়া হলেও সেটি আমাদের বার্তা উপেক্ষা করে। গুলি চালানো ছাড়া আমাদের উপায় ছিল না। এটি ছিল একটি উপযুক্ত পদক্ষেপ। চীনের উচিৎ সংযম চর্চা করা।’