পুতিনের সঙ্গে বৈঠকের আগে কাজাখস্তান সফরে শি জিনপিং

করোনাভাইরাস মহামারি শুরুর প্রথম বিদেশ সফরে বুধবার কাজাখস্তান পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সেন্ট্রাল এশিয়ান সিকিউরিটি গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি কাজাখস্তান সফর করছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

নীল রঙের স্যুট ও মুখে মাস্ক পরা শি জিনপিংকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। তাকে অভ্যর্থনা জানাতে আসা সবার মুখেও ছিল মাস্ক।

ওয়াশিংটন, জাপান ও ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্টের এই সফরকে আঞ্চলিক নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

কাজাখ সরকার জানিয়েছে, দুই দেশের নেতা জ্বালানি ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন।

কাজাখস্তান একটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রফতানিকারক দেশ। চীন তাদের শীর্ষস্থানীয় ক্রেতা।

বৃহস্পতিবার প্রতিবেশী দেশ উজবেকিস্তানের রাজধানীতে যাবেন শি জিনপিং। সেখানে তিনি আট দেশের সাংহাই কোঅপারেশন ওর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া।

পূর্ব এশিয়ায় মার্কিন প্রভাব মোকাবিলায় এসসিওকে একটি গুরুত্বপূর্ণ জোট মনে করে বেইজিং ও মস্কো। জোটের অপর সদস্য দেশগুলো হলো ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান ও তাজিকিস্তান। পর্যবেক্ষক হিসেবে রয়েছে ইরান ও আফগানিস্তান।