রাষ্ট্রনেতাদের সঙ্গে ফটোসেশন ও নৈশভোজ এড়িয়ে গেলেন শি

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে উজবেকিস্তানের সামারখন্দে জড়ো হয়েছেন রুশ ও চীনের প্রেসিডেন্টসহ ১১টি দেশের রাষ্ট্রপ্রধান। আঞ্চলিক এই নিরাপত্তা সম্মেলনের নৈশভাজে এড়িয়ে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এমনকাণ্ড নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। খবর রয়টার্স। 

উজবেকিস্তানের সরকারের একটি সূত্র শুক্রবার রয়টার্সকে জানিয়েছে, করোনা মহামারী শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন শি জিনপিং। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের সংক্রমণের সতর্কতার অংশ হিসেবে তিনি মিত্রদের সঙ্গে নৈশভোজ এড়িয়ে যান।

শুধু তাই নয়, বৃহস্পতিবার দিবাগত রাতে যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানসহ অন্যান্য নেতারা ফটোসেশনে অংশ নেন তখনও দেখা যায়নি শি জিনপিংকে।

চীনা প্রতিনিধি দলের নৈশভোজ ও ফটোসেশনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উজবেক সরকারের একটি সূত্র। বলা হচ্ছে, কোভিড-১৯ নীতির কারণেই চীনা প্রতিনিধি দল এতে অংশ নেয়নি। 

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তার উত্তর পাওয়া যায়নি।