দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ সেনা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দর এবং শহরের অন্যান্য জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সিরিয়ার ৫ সেনা নিহত হয়েছেন।

শনিবার ভোরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল বিমানবন্দরসহ রাজধানীর দক্ষিণে হামলা চালিয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর ইসরায়েলের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

হামলার কারণে দামেস্কে বিমান চলাচলে কোনও প্রভাব পড়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, স্থানীয় সময় ভোরে বিমানবন্দর ও শহরের অন্যান্য লক্ষ্যবস্তু টার্গেট করে টাইবেরিয়াস হ্রদের উত্তর-পূর্ব দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। বেশি কিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের দাবি, ইরানের বাহিনী ও  তাদের সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

সূত্র: আল জাজিরা।