ইউক্রেনে রুশ পারমাণবিক হুমকির নিন্দা জানালো চীন ও জার্মানি

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার দেওয়া হুমকির নিন্দা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। দুই নেতাই ইউক্রেনে চলমান সংঘাতের অবসান চাওয়ার কথা প্রকাশ করেছেন। শুক্রবার জার্মান চ্যান্সেলর এক দিনের চীন সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুই নেতা এই অবস্থানের কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

চীনা প্রেসিডেন্ট চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন চলমান পরিবর্তন ও বিশৃঙ্খলার সময়ে। দুই নেতা যৌথভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির বিরোধিতা করেছেন। যদিও রাশিয়ার সমালোচনা এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো থেকে নিজেকে বিরত রেখেছেন শি জিনপিং।

জার্মান চ্যান্সেলর বলেছেন, রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ে একটি ‘সীমা’ লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছে।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটিই ছিল জার্মান চ্যান্সেলরের প্রথম বৈঠক। ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তার এই সফর বিতর্কের জন্ম দিয়েছে। গত তিন বছরের মধ্যে জি-৭ ভুক্ত কোনও দেশের রাষ্ট্র প্রধানের এটিই প্রথম চীন সফর। জার্মানির সঙ্গে চীন ও পশ্চিমাদের সম্পর্কের পরীক্ষা হিসেবে এই সফরকে দেখছেন বেশ কয়েকজন বিশ্লেষক।

পর্যবেক্ষকরা বলছেন, মহামারিতে কয়েক বছর নিজেদের বিচ্ছিন্ন রাখার পর চীনে শলৎসের সফরকে স্বাগত জানিয়েছে চীনের নেতৃত্ব। এর মাধ্যমে তারা জার্মানির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা করছে।