ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রার বেংকুলু থেকে দক্ষিণ-পশ্চিমে ১৫৫ কিলোমিটার দূরে এঙ্গানো নামের ছোট একটি দ্বীপ। স্থানীয় সময় শুক্রবার সাড়ে আটটায় এই ভূমিকম্প হয়।

ইউএসজিএস আরও বলেছে, পরে স্থানীয় সময় ৯টা ৭ মিনিটে ৫.৪ মাত্রার আফটার শক আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, এঙ্গানো দ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছে কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের এই দ্বীপে ভূকম্পন দুর্বল ছিল। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমরা এখনও পর্যালোচনা করছি।

বেংকুলুর বাসিন্দারা জানিয়েছেন, তারা কোনও কম্পন অনুভব করেননি বা করলেও তা ছিল খুব দুর্বল।

ভূমিকম্পের পর ভারতীয় মহাসাগরের সুনামি সতর্কতা ও প্রশমন ব্যবস্থা একটি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।