ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সরাসরি আলোচনার জন্য সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, তুরস্কে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউজে সোমবার (১২ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, বৃহস্পতিবার আমার সঠিক গন্তব্য নিয়ে আমি নিশ্চিত নই। আমার হাতে ইতোমধ্যে একাধিক বৈঠক জমে গেছে। তবে আমি যাত্রাপথে একবার তুরস্ক হয়ে যেতে পারি। এমন একটা সম্ভাবনা রয়েছে।
আগামী ১৫ মে ইস্তানবুলে বৈঠক করবেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। তার আগেই অবশ্য মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন মার্কিন প্রেসিডেন্ট। তার সফরসূচিতে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।
ইউক্রেন-রাশিয়ার আশু বৈঠক নিয়ে ট্রাম্প আরও বলেছেন, বৃহস্পতিবারের বৈঠকে ইতিবাচক কোনও ফল আসবে বলেই আশা করি।
উল্লেখ্য, রবিবার এক ঘোষণায় পুতিন বলেন, দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা জরুরি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, আলোচনার আগে রাশিয়াকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।