পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনির

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল আসিম মুনিরকে মনোনীত করেছেন। বৃহস্পতিবার টুইটারে এই ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। এর মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ এশীয় দেশটির সবচেয়ে প্রভাবশালী পদে নিয়োগ নিয়ে বিভিন্ন জল্পনার অবসান হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময় সরাসরি শাসন করেছে সেনাবাহিনী।

আওরঙ্গজেব টুইটারে আরও জানিয়েছেন, লে. জেনারেল সাহির শামসাদ জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন আসিম মুনির। সেনাপ্রধান হিসেবে ২৯ নভেম্বর জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হবে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ পদের জন্য ছয় জনের তালিকা নির্বাচন করেন তিনি।  

আসিম মুনির বর্তমানে সেনা সদর দফতর রাওয়ালপিন্ডিতে কর্মরত আছেন। এর আগে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্ট কি অনুমোদন দেবেন?

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, মুনির ও শামসাদের নাম প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। পাকিস্তানের সশস্ত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার প্রেসিডেন্ট।

ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর দলের নেতা আলভি। এর আগে তিনি অভিযোগ করেছেন, সরকার তাদের পছন্দের ব্যক্তিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিতে চাইছে।

খাজা আসিফ বলেছেন, আলভি যদি রাজনৈতিক পরামর্শ বা সাংবিধানিক ও আইনি পরামর্শ না মানেন তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে। এটি ইমরান খানের জন্য পরীক্ষা। তিনি আমাদের দেশকে রক্ষাকারী প্রতিষ্ঠানকে শক্তিশালী নাকি বিতর্কিত করতে চান, তা সিদ্ধান্ত নিতে হবে।

ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, রাজনৈতিক সুবিধার জন্য নতুন সেনাপ্রধান নিয়োগকে কাজে লাগিয়েছে ইমরানের নেতৃত্বাধীন আগের সরকার।

সাবেক প্রতিরক্ষা সচিব ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসিফ ইয়াসিন মালিক বলেছেন, সেনাবাহিনীতে আসিম মুনিরের ভালো সুনাম রয়েছে। সেনাবাহিনীতে এটি খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত তার কর্মজীবন বিতর্কমুক্ত ছিল। আমার মনে হয় তিনি একজন ভালো সেনাপ্রধান হবেন।