আফগানিস্তানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা নিহতের এই সংখ্যা জানিয়েছেন। মঙ্গলবার আয়বাকের একটি মাদ্রাসায় এই বিস্ফোরণ হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

প্রাদেশিক মুখপাত্র এমাদুল্লাহ মুহাজির বলেছেন, বিস্ফোরণে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শহরের প্রাণকেন্দ্রে দুপুর ১২টা ৪৫ মিনিটে বিস্ফোরণ ঘটে। মাদ্রাসায় অনেক ছেলে অধ্যয়ন করছিল।

তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কোনও পক্ষ স্বীকার করেনি। মুহাজির বলেছেন, বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু হয়েছে।

তালেবান শাসিত আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি থাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে নিহতের সংখ্যা ১০ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের গোয়েন্দা ও নিরাপত্তাবাহিনী হামলাকারীদের শনাক্তে কাজ করছে।

আয়বাকের এক চিকিৎসক বলেছেন, হতাহতদের বেশিরভাগ কম বয়সী। সবাই শিশু এবং সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের মেঝেতে অনেক দেহ পড়ে আছে। ঘটনাস্থলে জায়নামাজ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল জাজিরার পক্ষ থেকে এসব ভিডিও ও ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।