কাবুলে পাকিস্তান দূতাবাসে সশস্ত্র হামলার নিন্দা সৌদি আরবের

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স উবায়েদ উর রহমান নিজামনিকে হত্যার ব্যর্থ চেষ্টার কঠোর সমালোচনা করেছে দেশটি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

গত শুক্রবার কাবুলে পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলায় এক পাকিস্তানি নিরাপত্তারক্ষী আহত হন। ইসলামাবাদ দাবি করেছে, মিশন প্রধানকে হত্যার উদ্দেশেই হামলা চালানো হয়েছে। তিনি সুস্থ আছেন।

এ ঘটনায় বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।  পাকিস্তানের জনগণের পাশে আছে সৌদি আরব।

পাকিস্তান দূতাবাসে হামলায় কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল কাবুলে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই হামলা হয়। দুই দেশের সীমান্তে উত্তেজনা নিরসনে কাবুলে বৈঠক করেন দুই দেশের কর্মকর্তারা।