মালয়েশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ অনেকে

মালয়েশিয়ায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানী কুয়ালালামপুরের কাছাকাছি সেলাংগরে একটি ক্যাম্পিং সুবিধাসম্পন্ন অরগ্যানিক খামারের কাছাকাছি অবস্থিত পাহাড় থেকে ভূমিধসের উৎপত্তি হয়। রাজ্যের দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাঁদায় অনেকে চাপা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ৯০ জনের বেশি মানুষ ভূমিধসের কবলে পড়ে। মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থা অধিদফতর জানায়, ঘটনাস্থল থেকে ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। 

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী নিক নাজমি বিন নিক আহমাদ টুইটারে বলেছেন,  নিখোঁজদের দ্রুত পাওয়া যায় যেন প্রার্থনা করছি।

সূত্র: বিবিসি