আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবারের বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ওই হামলায় নিজেদের সম্পৃক্ততার দাবি করেছে তারা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
আইএসের দাবি, রবিবার কাবুলের সামরিক বিমানবন্দরের পাশে তালেবান বাহিনীর ওপর চালানো ওই হামলায় ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
২০২১ সালের আগস্টে মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তাদের দাবি, দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে তারা। তবে তারা ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।