ইরানে দূতাবাস খালি করবে আজারবাইজান

ইরানে দূতাবাস থেকে নিজেদের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেবে আজারবাইজান। আজারি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার দূতাবাস খালি করা হবে। দুই দিন আগে আজারবাইজানের দূতাবাসে হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত ও অপর দুজন আহতের ঘটনার দুই দিন পর এই সিদ্ধান্ত নিলো দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবারের হামলাকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে আজারবাইজান। ইরানের রাজধানী তেহরানের পুলিশ বলেছে, হামলায় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানও এই হামলার নিন্দা জানিয়েছে। তবে দেশটি দাবি করেছে, হামলাকারী বন্দুকধারীর ব্যক্তিগত বিরোধ ছিল, হামলার কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

আজেরি জাতিগোষ্ঠীর মানুষদের সঙ্গে ইরানের সরকারের আচরণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকার মধ্যে এই হামলা হলো। এছাড়া ইসরায়েলে প্রথমবারের মতো কূটনীতিক নিয়োগ দেওয়ার কারণেও ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা রয়েছে।

হামলার পর আজেরি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, রাজধানী বাকুতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তেহরানে দূতাবাসে হামলার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।

তেহরানে নিজেদের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কথা জানালেও বিস্তারিত কিছু জানায়নি আজারবাইজান। ফলে এটি স্পষ্ট নয় তাদের দূতাবাসের কার্যক্রম চলবে নাকি বন্ধ থাকবে।