মেয়েকে মঞ্চে রেখে ক্ষেপণাস্ত্রের বৃহত্তম প্যারেড দেখলেন কিম

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর বৃহত্তম প্যারেড আয়োজন করেছে উত্তর কোরিয়া। প্যারেড চলাকালে মঞ্চে উত্তর কোরীয় নেতা কিম জং উনের পাশে ছিলেন তার মেয়ে। একাধিক বিশ্লেষক বলছেন, এসব ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সম্ভাব্য হুমকি হতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্যারেডে প্রায় এক ডজন দূরপাল্লার আইসিবিএম প্রদর্শন করা হয়েছে। মধ্যরাতের মহড়া দেখতে মেয়ে কিম জু-আয়ে কে নিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন কম।

মহড়ায় কিম জু-আয় এর উপস্থিতির কারণে আবারও তাকে কিমের সম্ভাব্য উত্তরসূরীর হিসেবে জল্পনা শুরু হয়েছে।

প্যারেডে প্রদর্শিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, তাত্ত্বিকভাবে এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে। যদি প্রতিটি ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড বহন করে তাহলে মার্কিন পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভবত এগুলো প্রতিহত করতে হিমশিম খাবে।  

প্যারেড নিয়ে উত্তর কোরীয় সংবাদমাধ্যমে বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে, এমন অস্ত্রভাণ্ডার দেশটির শক্তিশালী যুদ্ধ প্রতিরোধক এবং পাল্টা হামলার সামর্থ্য তুলে ধরছে।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত ছবিতে দেখা গেছে, এক ডজনের বেশি আইসিবিএম পিয়ংইয়ংয়ের মূল চত্ত্বরে সামরিক যানে রেখে প্যারেড হচ্ছে। সঙ্গে রয়েছেন সশস্ত্র পদাতিক সেনা।

কয়েক জন উত্তর কোরীয় বিশ্লেষক বলছেন, প্যারেডে প্রদর্শিত একটি আইসিবিএম লঞ্চার রয়েছে। যেটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র। লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব।

অবশ্য উত্তর কোরিয়া এখন পর্যন্ত কখনও দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালায়নি।