মডেল চোই হত্যাকাণ্ড: সাবেক স্বামীকে অভিযুক্ত করলো পুলিশ

হংকংয়ে ২৮ বছর বয়সী মডেল অ্যাবি চোই হত্যা মামলায় তার সাবেক স্বামী অ্যালেক্স কোয়াংকে অভিযুক্ত করেছে পুলিশ। এর আগে অ্যালেক্সের বাবা কোং, ভাই অ্যান্টনিকে অভিযুক্ত করা হয়েছিল। চোইয়ের সাবেক স্বামী অ্যালেক্স কোংকে শনিবার গ্রেপ্তার করা হলেও, তাকে অভিযুক্ত করা হয়নি সেদিন। অন্যদিকে, চোইয়ের সাবেক শাশুড়ির বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সোমবার চার আসামিকে আদালতে তোলা হলে, বিচারক জামিন নামঞ্জুর করে সবাইকে জেলে পাঠান।

স্থানীয়ভাবে দারুণ প্রভাবশালী ছিলেন চোই। সম্প্রতি ল’ অফিসিয়াল মোনাকো ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কভারে দেখা যায় তাকে। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন চোই। সেদিন পো জেলায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। 

শহরের উপকণ্ঠের একটি বাড়ির ফ্রিজ থেকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) চোইয়ের দুটি পা উদ্ধার হয়। এ সময় ওই বাড়ি থেকে জব্দ হয় মাংস কাটার কিছু সরঞ্জাম। তিনতলা সে বাড়ি থেকেই রবিবার চোইয়ের মাথা উদ্ধার করা হয়।

  

 

পুলিশ সুপার অ্যালান চুং বলেন, ‘আর্থিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা করছি।’

পুলিশ জানায়, নৌকায় করে শনিবার শহর ছেড়ে যাওয়ার সময় অ্যালেক্স কোয়াংকে গ্রেপ্তার করা হয়। তার বাবা-মা ও বড় ভাইকে একদিন আগে আটক করা হয়। অ্যালেক্স কোংয়ের সঙ্গে চোইয়ের দুটি সন্তান আছে।