চীনের আপত্তি, ডব্লিউএইচও’র বার্ষিক সমাবেশে থাকছে না তাইওয়ান

চেষ্টা করেও চীনের বিরোধিতার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক সমাবেশে যোগদানের জন্য আমন্ত্রণ পেলো না তাইওয়ান। অবশ্য দ্বীপটি দাবি করছে সমাবেশটিতে তাদের অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের সমর্থন বাড়ছে। এক প্রতিবেদনে সোমবার (২২ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি মাসের ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে ডব্লিউএইচও-এর এই সমাবেশ। জোর চেষ্টা চালানো সত্ত্বেও চীন ও পাকিস্তানের বিরোধিতায় আর আমন্ত্রণ পায়নি তাইওয়ান। তবে দ্বীপ অঞ্চলটির অংশগ্রহণের পক্ষে কথা বলেছিল ইসওয়াতিনি ও মার্শাল দ্বীপপুঞ্জ।

বরাবরই তাইওয়ান ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। যদিও তাইওয়ান নিজেকে স্বশাসিত হিসেবে দাবি করে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও স্বশাসিত অঞ্চলটিকে নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা উড়িয়ে দেয়নি বেইজিং।

সম্প্রতি হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রতি নিন্দা জানিয়েছে জোটটি। তবে এ নিন্দার জবাবে এসব বিষয়কে নিজেদের অভ্যন্তরীণ অভিহিত করে জোটটির বিরুদ্ধে ‘ভুয়া অপবাদ’ ও ‘মানহানি’র অভিযোগ করেছে বেইজিং।

সূত্র: রয়টার্স