রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করলো জাপান

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, অন্যান্য জি-৭ সদস্যদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার সেনা কর্মকর্তাসহ ৭৮টি গ্রুপ এবং ১৭ ব্যক্তির সম্পদ জব্দ করবে জাপান। এ ছাড়া ৮০টি রুশ সংস্থায় রপ্তানিও নিষিদ্ধ করবে টোকিও।

জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে নির্মাণ ও প্রকৌশল পরিষেবা প্রদান নিষিদ্ধ করবে জাপান। এর বিস্তারিত পরবর্তী তারিখে ঘোষণা করা হবে।  

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার জন্য রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে টোকিওর শীর্ষ সরকারের মুখপাত্র ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, ‘যুদ্ধকালীন সময়ে পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান কখনোই রাশিয়ার পারমাণবিক হুমকিকে মেনে নেয় না’।

ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ জি-৭ এর নেতারা গত সপ্তাহে হিরোশিমায় তাদের শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য তাদের সংকল্পের কথা তুলে ধরেছিলেন।

সূত্র: আল জাজিরা