এরদোয়ানের ভাগ্য নির্ধারণে দ্বিতীয় দফার ভোট চলছে

প্রেসিডেন্ট হিসেবে রজব তাইয়্যেব এরদোয়ান আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিনা তা নির্ধারণে রান অফ বা দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে তুরস্কে। রবিবার (২৮ মে) স্থানীয় সময় সকাল  ৮টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ৭৪ বছর বয়সী কেমাল কিলিচদারুলু। গত ১৪ মে'র প্রথম দফা ভোটে এরদোয়ানের ঘাড়ে নিশ্বাস ফেলেছিলেন তিনি। তবে দুজনই ৫০ শতাংশের বেশি না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট। দেশটির অনেকে বলছেন, এই নির্বাচনে এরদোয়ানকে হারিয়েও দিতে পারেন কিলিচদারুল।

প্রথম দফার ভোটে তৃতীয় স্থানের থাকা প্রেসিডেন্ট প্রার্থী সিনান ওগান ৫ শতাংশ ভোট পেয়েছিলেন। পরে তিনি বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রকাশ্যে সমর্থন করেন। ফলে রবিবারের ভোটে চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়ের সম্ভবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এরদোয়ান (বাঁয়ে), কিলিচদারুলু (ডানে), ছবি: এপি, রয়টার্স

এবারের নির্বাচনে ক্ষমতাসীন এরদোয়ানকে কঠিন অনেকটা পরীক্ষায় মুখোমুখি হতে হচ্ছে। কারণ দেশটির মুদ্রার ধারাবাহিক দরপতন, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের চড়া দাম, অর্থনৈতিক সংকট এবং সবশেষ দেশটিতে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারানোয় তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। যার প্রভাব পড়েছে ভোটের ময়দানে। যদিও আবারও ক্ষমতায় আসবেন বলে আশাবাদী একে পার্টির এরদোয়ান।

শনিবার (২৭ মে) টুইটবার্তায় বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুর্কিয়ের বিজয়ের জন্য আসুন আমরা একসঙ্গে ভোট দিতে যাই।’

সারাদেশে ভোটারদের জন্য ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। সূত্র: সিএনএন