মার্কিন বিমানের কাছে ‘বিপজ্জনক আচরণ’ চীনা বিমানের (ভিডিও)

দক্ষিণ চীন সাগরের মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমানের কাছকাছি এসে যুদ্ধকৌশল প্রদর্শন করেছে বেইজিংয়ের একটি সামরিক বিমান। এ ঘটনায় তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (৩১ মে) ওই ঘটনার সময় ভিডিও ধারণ করা হয়। ইতোমধ্যে তা প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। এতে দেখা যায়, চীনের জে-সিক্সটিন মডেলের একটি যুদ্ধবিমান হঠাৎ ইউএস-আরসি-১৩৫ বিমানের কাছাকাছি এসে সামরিক কৌশল দেখায়। কিছুক্ষণ পর আবারও দ্রুতগতি সরে যায় এটি।

এই ঘটনাকে অপ্রয়োজনীয় আগ্রাসী আচরণ আখ্যা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা আশা করি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সব দেশ নিরাপদে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে।

ভিডিও: