সংসদ কবে ভেঙে দেবেন, জানালেন প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুনর্ব্যক্ত করে বলেছেন, মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী ১২ আগস্টের আগেই ভেঙে দেওয়া হবে জাতীয় পরিষদ। 

জিও নিউজে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভেঙে দেওয়ার পরপরই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে তৎপর সরকার ও রাজনৈতিক দলগুলো। ফলে সংবিধান মোতাবেক নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙে দিতে হবে। রবিবার সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। 

শরিফ বলেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আগে বিরোধী দলের নেতাদের সঙ্গেও আলোচনার প্রয়োজন।

আগের দিন প্রধানমন্ত্রী শাহবাজ গত ৯ মে পাকিস্তানে সহিংসতার পেছনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেন।

তার অভিযোগ, ওই দিনের ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একদল কর্মী, কয়েকজন রাজনীতিক এবং সেনাবাহিনীর একাধিক কর্মকর্তাও জড়িত ছিলেন। এটিকে ‘অন্ধকার দিন’ হিসেবে বর্ণনা করেন তিনি।

উল্লেখ্য, গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আসলে ইমরান খানকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। সহিংসতার ঘটনায় দলটির দশ হাজারের বেশি কর্মী-সমর্থককে গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখনও কারাগারে। সরকারের চাপের মুখে অনেকে ইমরানের দল ছেড়েছেন। ওই ঘটনার পর থেকে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে অনেকটা গৃহবন্দি অবস্থায় তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে। তার সমর্থকদের জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে নিষিদ্ধ হতে পারে দলটি। জাতীয় নির্বাচনের আগে দেশটিতে থমথমে পরিস্থিতি।