মিয়ানমারের সীমান্ত শহরে বোমা হামলায় ৫ কর্মকর্তা নিহত, আহত ১১

মিয়ানমারের মায়াওয়াদির একটি সরকারি প্রাঙ্গণে বোমা হামলায় ৫ সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। জেলা পুলিশ কার্যালয় এবং প্রশাসনের একটি কার্যালয়ের কম্পাউন্ডে রবিবার সন্ধ্যার দিকে হামলা হয়।

২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডের সীমান্তবর্তী শহরটিতে সামরিক এবং জান্তা-বিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর কর্মকর্তারা যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যস্ত ছিলেন তখন আরও দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুই পুলিশ কর্মকর্তা এবং প্রশাসন বিভাগের দুই কর্মকর্তা রয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

হামলার জন্য কারা দায়ী তা অবশ্য কোনও সূত্র জানায়নি।

সূত্র: ব্যাংকক পোস্ট