আসিয়ান শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন শীর্ষ মার্কিন, চীনা, রুশ নেতারা

ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট  আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সরাসরি এই সাক্ষাৎ কূটনৈতিক আলোচনার বড় সুযোগ বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবারের বৈঠকটি ওয়াশিংটন এবং বেইজিংয়ের পাশাপশি ১৮টি দেশকে একত্রিত করবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ‘নতুন শীতল যুদ্ধ’ এড়াতে প্রধান শক্তিগুলোকে একমত হতে হবে।

জি-২০ শীর্ষ সম্মেলনে অবশ্য অনুপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এই সম্মেলনে ঘিরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির কর্মকর্তাদের মধ্যে মিথস্ক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে। ইউক্রেন, তাইওয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব ইস্যুতে নতুন করে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বেড়েছে।

লি মঙ্গলবার আঞ্চলিক নেতাদের বলেন, ‘মতভেদ নিয়ন্ত্রণে রাখাই এখন গুরুত্বপূর্ণ। পক্ষ বেছে নেওয়ার বিরোধিতার পাশাপাশি ব্লকের সংঘর্ষ ও নতুন স্নায়ুযুদ্ধের এড়াতে হবে সবাইকে।’

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের বলেছেন, দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইন বজায় রাখার খুবই গুরুত্বপূর্ণ।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে অন্তত ৭টি দেশের সঙ্গে বিবাদে জড়িয়েছে বেইজিং। চীনের এমন অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশকে ক্ষুব্ধ করেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড