ভিয়েতনামে বহুতল আবাসিক ভবনে আগুন, মৃত্যু ১০

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে’র একটি ৯তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর থান জুয়ান জেলায় এ ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অন্তত ১০ জন মারা গেছেন। আহত অর্ধশতাধিক।

হ্যানয়ের পুলিশ জানিয়েছে, ভবন থেকে আরও ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কী কারণে আগুন লেগেছে, এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ভিয়েতনামের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনটিতে ৪৫টি পরিবার থাকে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আগুন লাগে। তখন বাসিন্দারা যার যার ফ্ল্যাটে অবস্থান করছিলেন। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত বের হতে গিয়ে আহত হন।

ভবনের প্রবেশ পথ সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে দমকল বাহিনীদের  জন্য। আগুন নেভানোর গাড়িগুলোকে ১৩০০ ফুটের বেশি দূরে অবস্থান নিতে হয়।

গত বছর ভিয়েতনামের দক্ষিণে অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যু হয়। গত এক দশকের মধ্যে এটি ছিল দেশটিতে সবচেয়ে মারাত্মক আগুন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস