আফগানিস্তানে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০


আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলের কুনার প্রদেশে পৃথক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। আফগান তালেবানরা এ হামলায় দায় স্বীকার করেছে।
কুনার প্রদেশে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে এ আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
এর আগে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের একটি মার্কেটের পাশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হন। হামলায় এক আফগান মিলিশিয়া কমান্ডারও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
স্থানীয় কর্মকর্তারা জানান, হামলাকারী মোটরসাইকেলে করে স্থানীয় সরকারি অফিসে প্রবেশের সময় বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে নিহত কয়েকজন শিশু রয়েছে, যারা হামলার সময় নিকটবর্তী পার্কে খেলছিল।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে স্থানীয় এক উপজাতির মিলিশিয়া কমান্ডার হাজি খান জান নিহত হয়েছেন। গত বছর তালেবানদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
সম্প্রতি আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি, ডন।

/এএ/