পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ‘র’ জড়িত, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আলাদা দুটি হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ জড়িত। শনিবার (৩০ সেপ্টেম্বর) এমন দাবি করেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।

বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে।

এ প্রসঙ্গে কোয়েটায় সংবাদ সম্মেলনে সরফরাজ বুগতি বলেছেন, ‘যে কোনও মূল্যে এসব হামলার প্রতিশোধ নেবে সরকার। কর্তৃপক্ষ জানে কারা এসব কর্মকাণ্ডে জড়িত। পাকিস্তানিদের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে।’

পাকিস্তানে জঙ্গি ও তাদের সহায়তাকারীদের কোনও স্থান নেই হুঁশিয়ারি দিয়ে সন্ত্রাস নির্মূলের ঘোষণা দেন মন্ত্রী। তিনি আরও বলেছেন, ‘আমরা জানি কারা এবং কোথা থেকে এই ঘটনা ঘটানো হয়েছে।’

শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণে ৫২ জন নিহত হন। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর প্রস্তুতি নেওয়ার সময় সাধারণ মানুষের মাঝে বিস্ফোরণ ঘটনো হয়। এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ।  সূত্র: জিও নিউজ