ব্যাংককে শপিং মলে ৩ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজন কিশোর গ্রেফতার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে তিন ব্যক্তিকে গুলি করে  হত্যার দায়ে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। থাই পুলিশ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। কিশোরের ছোড়া গুলিতে শপিং মলে থাকা আরও চার ব্যক্তি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফেসবুকে মেট্রোপলিটন পুলিশ ডিটেক্টিভ ডিপার্টমেন্ট বলেছে, ১৪ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার  করা হয়েছে। সিয়াম প্যারাগন শপিং মলের ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জরুরি সেবার পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, মেঝেতে শুয়ে থাকা একজনকে হাতকড়া পরাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

এর আগে সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো একটি ছবি প্রকাশ করেছিল। এতে খাকি প্যান্ড বেজবল ক্যাপ পরা এক  ব্যক্তিকে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সত্যতা  নিশ্চিত না হওয়া ভিডিওতে দেখা গেছে, আতঙ্কে শপিং মলে মানুষেরা হুড়োহুড়ি করে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন।

হামলার ঘটনায়  উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী  শ্রেত্তা থাবিসিন।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা  একেবারে বিরল নয়। গত  বছর একটি নার্সারি স্কুলে বন্দুক ও ছুরি হামলায় সাবেক এক পুলিশ কর্মকর্তা ২২ শিশুকে হত্যা করেছিল। ২০২০ সালে এক সেনার গুলিতে ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিলেন।