শরণার্থী ক্যাম্পে মিয়ানমার জান্তার আর্টিলারি হামলা, নিহত ২৯

চীন সীমান্তবর্তী মিয়ানমারের একটি শরণার্থী ক্যাম্পে আর্টিলারি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সূত্র জানিয়েছে, মিয়ানমারে জান্তা শাসন শুরুর পর এটি ভয়াবহ হামলার মধ্যে একটি।

সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স আরও জানায়, কাচিন রাজ্যে সোমবার মধ্যরাতের দিকে গোলাগুলি হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) নিয়ন্ত্রিত সীমান্ত শহর লাইজারের একটি ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের শিবিরে আর্টিলারি আঘাত হানে। জান্তা প্রতিরোধ গোষ্ঠীটির সঙ্গে দীর্ঘদিন মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

মিয়ানমারভিত্তিক কাচিন মিডিয়া জানিয়েছে, সামরিক বাহিনীর আর্টিলারি হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। তবে রয়টার্স হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাব যাচাই করতে পারেনি। এ বিষয়ে জান্তা ও কেআইএ’র মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি।

হামলায় ক্ষতিগ্রস্ত ক্যাম্প, ছবি: বিবিসি

মিয়ানমারের ঐক্য সরকারের মুখপাত্র কিয়াও জাও অভিযোগ করেছেন, সামরিক বাহিনী যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ করছে।

শরণার্থী ক্যাম্পে জান্তা হামলার প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচি’র সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ছোট বড় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী গড়ে উঠেছে। জান্তার হামলায় এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি