X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জীবন এখন আশঙ্কামুক্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৪, ১১:৪০আপডেট : ১৬ মে ২০২৪, ১২:০৭

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর জীবন এখন আশঙ্কামুক্ত। তার অস্ত্রোপচার সফল হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফিকোর বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে স্লোভাকিয়ার উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা বলেছেন, ফিকোর অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন। আমার ধারণা, সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, হ্যান্ডলোভা শহরে গুলিবিদ্ধ হয়ে জীবন-যুদ্ধ করছেন ফিকো। জানা গেছে, ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টোকা মনে করেন, ফিকোকে গুলি করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

স্লোভাকিয়ান মিডিয়া জানিয়েছে, বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে চারটি গুলিবিদ্ধ হন ফিকো। তখনই তাকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে প্রধানমন্ত্রীর অবস্থার বিষয়ে কোনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। তবে তার সেকেন্ড-ইন-কমান্ড বলেছেন, ফিকো জীবন-নাশের হুমকিতে নেই। এখন আগের চেয়ে ভালো আছেন।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অভিযুক্তকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

তৃতীয়বারের মতো স্লোভাকিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো। ৩০ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি নির্বাচনে তার বামপন্থি দল জয় লাভ করে। রুশপন্থি ও যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়েছিল দলটি।

বিশ্লেষকদের উদ্বেগ, ফিকোর শাসনে দেশটিতে পশ্চিমাপন্থি নীতির পরিবর্তন হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টার অর্বানের নেতৃত্ব অনুসরণ করেন তিনি। তার নীতির বিরোধিতা করে রাজধানীসহ পুরো স্লোভাকিয়াজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছিলেন হাজার হাজার মানুষ।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে এই গুলির ঘটনাটি ঘটলো। ওই নির্বাচনে জনরঞ্জনবাদী ও কট্টর-ডানপন্থি দলগুলো জয় লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি