শি-পুতিনের আলোচনায় থাকবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত?

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় স্থান পেতে পারে ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাত। মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রুশ বার্তা সংস্থা রিয়া। 

সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুতিন বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় এড়াতে সহযোগিতা করতে চায় মস্কো। একই দিন তিনি ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের আরও চারটি দেশের সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র আবারও ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিয়ে পুতিনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যর্থনীতির ফল এই সহিংসতা। দেশগুলোর পক্ষ থেকে সমস্যাটি খারিজ করার মনোভাবের ফলে পরিস্থিতির অবনতি হচ্ছে।

রুশ বার্তা সংস্থা রিয়া পেসকভকে উদ্ধৃত করে বলেছে, সংঘাতটি বিস্তৃত হওয়ার হুমকি এখনও রয়েছে। যা পুরো অঞ্চলে একেবারে অকথ্য পরিণতি নিয়ে আসতে পারে।

তিনি আরও বলেছেন, মূল বিষয় হলো এই ‘উত্তপ্ত’ যুদ্ধ থামানো। পরে নতুন উদ্যোগ নিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করা। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রয়োজন, ইসরায়েলের প্রয়োজন নিরাপত্তা নিশ্চয়তা। ইসরায়েলিদের শান্তিতে বসবাস ও নিরাপদবোধ করা উচিত।

পেসকভ বলেছেন, সংঘাত নিয়ে পুতিনের এখন পর্যন্ত কোনও শান্তি পরিকল্পনা নেই। এই বিষয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার বেইজিংয়ে অবতরণ করেছেন পুতিন। বুধবার (১৮ অক্টোবর) শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরের মধ্য দিয়ে ইউক্রেনে যুদ্ধে লিপ্ত রাশিয়ার সঙ্গে চীনের ‘সীমাহীন সম্পর্ক’ নতুন উচ্চতা পেতে পারে  বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স