কাজাখস্তানের বৃহত্তর খনিতে অগ্নিকাণ্ড, ৩২ শ্রমিক নিহত

কাজাখস্তানের একটি খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আগুন লাগার সময় কোস্তনকে খনিতে কাজ করছিলেন ২৫২ জন শ্রমিক। এর মধ্যে ১৪ জন নিখোঁজ।

এই ঘটনার আগে দেশটির এই বৃহত্তর স্টিল খনিটিকে সরকারিকরণের নির্দেশ দিয়েছিলেন কাজাখস্তান প্রেসিডেন্ট। একই সঙ্গে বিনিয়োগ বন্ধের নির্দেশ দেন কর্তৃপক্ষকে।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে অগ্নিকাণ্ডকে একটি ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন কাজাখ প্রেসিডেন্ট। আর্সেলের মিত্তাল টারমিটাউকে দেশটির সবচেয়ে বাজে পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতের ঘটনায় সমবেদেনা জানিয়েছেন কাজখস্তানের মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।