বিরোধী এমপিদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে সরকার: রাহুল গান্ধী

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিরোধী দলীয় প্রবীণ রাজনীতিকদের মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা করছে। আইফোন নির্মাতা অ্যাপলের কাছ থেকে নেতারা সতর্কতামূলক বার্তা পাওয়ার দাবির পর মঙ্গলবার এই অভিযোগ করলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কয়েকজন এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিফিকেশনের স্ক্রিনশট পোস্ট করেছেন। এতে  উল্লেখ করা হয়েছেযে, আইফোন নির্মাতা প্রতিষ্ঠান বলেছে, অ্যাপল মনে করে আপনাকে রাষ্ট্র সমর্থিত আক্রমণকারীরা নিশানা করেছে, তারা আপনার অ্যাপল আইডি দিয়ে দূর থেকে আপনার আইফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

নয়া দিল্লিতে মোদিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী বলেছেন, যত ইচ্ছে হ্যাক করুন। কিন্তু আমরা বিরোধীরা আপনাকে প্রশ্ন করা বাদ দেব না।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমপিদের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার অ্যাপল কোম্পানিকে তদন্তে যুক্ত হতে বলেছে।

অ্যাপল জানিয়েছে, তাদের হুমকির নোটিফিকেশনে কোনও নির্দিষ্ট রাষ্ট্র সমর্থিত আক্রমণকারীর কথা উল্লেখ করা হয় না।

কংগ্রেস দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, অ্যাপলের ব্যাখ্যা নিরাপত্তা লঙ্ঘনের একটি দুর্বল অস্পষ্ট অস্বীকৃতির পুনরাবৃত্তি।

২০২১ সালে ভারত সরকার ইসরায়েল নির্মিত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও রাহুল গান্ধীসহ রাজনীতিকদের ওপর নজরদারি চালানো খবর ফাঁস হলে দেশটিতে তুমুল সমালোচনা হয়। ইসরায়েল সরকার ভারত বা অন্য কোনও দেশ পেগাসাস স্পাইওয়্যার কিনেছে কি না, এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইসরায়েল।