পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ৭ বাংলাদেশি গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ৭ বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ভিসা ছাড়া ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সোমবার (২০ নভেম্বর) রাতে উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি থানার বিলাসপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওইদিন রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে টহল দিচ্ছিলেন করন্দিঘি থানার পুলিশ সদস্যরা। বিলাসপুরের রাস্তার পাশে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের আট করে থানায় নিয়ে আসেন তারা।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আটককৃত যুবকরা বাংলাদেশের নাগরিক। চাকরির প্রত্যাশায় দালালদের সাহায্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা যুবকদের পরিচয় প্রকাশ করেছে করন্দিঘি থানার পুলিশ। তারা হলেন, দাবিরুল ইসলাম (৩২), রেজাউল করিম (৩৬), নুরুজ্জামান মিয়া (৩২), মোহাম্মদ রায়হান কবির (২২), মোহাম্মদ মনির হোসেন (১৯), মোহাম্মদ আশরাফুল (৩৬) এবং মোহাম্মদ মেহেদী হাসান (২৯) । গ্রেফতার হওয়া যুবকদের দাবি, তারা ঠাকুরগাঁও, সাতক্ষীরা, কুড়িগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরে করন্দিঘি থানা থেকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সেখানে বিচারক তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার আদেশ দেন।