শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা তুলে নিয়েছে ফিলিপাইন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রবিবার (৩ ডিসেম্বর) ভোরে জারি করা সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। শনিবার রাতে দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলে সুনামি সতর্কতা জারি করে দেশটির সিসমোলজি বিভাগ। পাশাপাশি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া নির্দশ দেওয়া হয়। পার্শ্ববর্তী দেশ জাপানেও এ কম্পন অনুভূত হয়েছিল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

ভূমিকম্পে মিন্দানাও অঞ্চলে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে কিছু বাসিন্দা এই এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন।

ফিলিপাইনের ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) জানিয়েছে, ভূমিকম্পের পর অঞ্চলটিতে ৫০০টিরও বেশি আফটারশক হয়েছে।

একটি বিবৃতিতে ফিভলকস বলেছে, ‘ফিলিপাইন ভূমিকম্প পরবর্তী সুনামির হুমকি অতিক্রম করেছে।’ বিবৃতিতে সতর্কতার আওতায় থাকা এলাকার বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটে ভূমিকম্পে মিন্দানাও ও এর আশেপাশের এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পের পরপরই কেন্দ্রস্থলের আশেপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানায়, শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬/ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, মিন্দানাওয়ে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে নিয়মিতই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।