মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: মুইজ্জু

মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। রবিবার (০৩ ডিসেম্বর) এ কথা বলেছেন দ্বীপরাষ্ট্রটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। জাতিসংঘের কপ-২৮ সম্মেলনের এক সাইডলাইন বৈঠকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সম্মতি প্রকাশ করা হয়েছে।

কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, মালদ্বীপে প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত ও চীন। এখানে মনে করা হচ্ছে চীনের দিকে বেশি ঝুঁকে পড়েছেন মুইজ্জু।

সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন মুইজ্জু। তখন তিনি বলেন, মালদ্বীপে কোনও বিদেশি সামরিক বাহিনী থাকবে না।