অনেক জলঘোলা করার পর সুইডেনকে ন্যাটোয় যোগদানের অনুমতি দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র বিষয়ক কমিশন মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে। তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া বাস্তবে রূপ নেবে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।
শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল। এখন সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো সদস্য হওয়ার আগে তুরস্কের সংসদের সাধারণ পরিষদকে চূড়ান্ত সবুজ সংকেত দিতে হবে। তবে এই ভোটের কোনও দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে এতদিন তুরস্কের আপত্তি ছিল। অন্যান্য দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে চাচ্ছিল না। দীর্ঘ ১৯ মাস চেষ্টার পর অবশেষে তা মেনে নেওয়া হলো।
তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় এবং তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দ যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না। শুধু তাই না, সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।
চলতি বছরের অক্টোবরে ফিনল্যান্ড ও সুইডেন নিজস্ব নিরপেক্ষতার নীতি বিসর্জন দিয়ে সামরিক জোট ন্যাটোয় যোগদানের সিদ্ধান্ত নেয়।