আগামী সপ্তাহে জাপানে ভূমিকম্পের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। সোমবার ( ১ জানুয়ারি) দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এই তথ্য জানিয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে প্রচারিত একটি সংবাদ সম্মেলনে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই অঞ্চলে আগামী সপ্তাহে, বিশেষ করে আগামী দুই বা তিন দিনের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্পের মতো তীব্র ভূমিকম্প আঘাত হানতে পারে।
সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দাবানল ও ভূমিধসের ঝুঁকিও বেড়েছে।
এনএইচকে-তে প্রচারিত অপর একটি মন্তব্যে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পে দেশটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও মূল্যায়ন করছে কর্তৃপক্ষ।
এসময় তিনি আরও বলেন, বাসিন্দাদের আরও কম্পনের জন্য প্রস্তুত থাকতে হবে।