জাপানে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের জেরে রাশিয়ার পর এবার উত্তর কোরিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ( ১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় রেডিও’র বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। সেখানে ২ দশমিক এক আট মিটার (৬ দশমিক ৮ ফুট) পর্যন্ত ঢেউ উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সোমবার জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরই দেশটিতে সুনামি সতর্কতাসহ আরও ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়।
এক প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে দেশটিতে ৭ মাত্রার আরও ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে।