ঘন কুয়াশার কারণে চীনে মহাসড়ক বন্ধ, বিলম্বিত ফ্লাইট

চীনের বেশ কয়েকটি প্রদেশে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অত্যন্ত ঘন কুয়াশা দেখা দিয়েছে। বিপজ্জনকভাবে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রদেশগুলোর মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে বিলম্বিত করা হয়েছে সাংহাইয়ের বেশ কয়েকটি ফ্লাইট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চীনের শানডং, হুবেই, হুনান, জিয়াংসি এবং ফুজিয়ান প্রদেশ। চীনের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেসব অঞ্চলে দৃশ্যমানতা ২০০ মিটার (৬৫৬ ফুট) এর নিচে নেমে গেছে। একই সময় দক্ষিণ জিয়াংসু এবং দক্ষিণ আনহুইয়ের কিছু অংশে দৃশ্যমানতা নেমেছিল ৫০ মিটারের নিচে।

স্থানীয় সময় আজ সকাল ৭:৪৫ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে সেন্ট্রাল মেটিওরোলজিক্যাল অবজারভেটরি। চীনের আবহাওয়ার পূর্বাভাসকারীরা জানিয়েছেন, অনেক এলাকায় শুক্রবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রীয় মিডিয়া সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে আনহুই-এর কিছু এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক মহাসড়ক।

সিসিটিভি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের অবস্থা বেশ শোচনীয়। সেখানকার বেশ কয়েকটি এলাকায় চরম কুয়াশার কারণে গণপরিবহনে বিভিন্ন মাত্রায় যানজটের সৃষ্টি হয়েছে।

ফ্লাইটভিউ ডট কমের ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ অনুসারে, কুয়াশার কারণে আজ সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েক ডজন নির্ধারিত ফ্লাইট বিলম্বিত বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

সাংহাই থেকে হারবিনে ফ্লাইটে আসা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে বিমানটিতে করে তিনি এসেছেন সেটি গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘন্টা দেরী করেছিল।

বিমানের জানালার কাচে বৃষ্টির ফোঁটার মতো জমা হওয়া ঘন কুয়াশার একটি ছবি দেখিয়ে এক বিমান যাত্রী রয়টার্সকে বলেছেন, ‘মাত্রই গেইটে ফিরে এলাম আমরা। এ যনে অনন্তকালের অপেক্ষা।’